মহাদেবপুর উপজেলার নাগরিক সাধারণ স্বাভাবিক বাংলা ভাষায় কথা বলেন, এখানে বসবাসকারী নৃতাত্তিক জনগোষ্ঠীর লোকজনও এখনো বাংলা ভাষায় কথা বলেন। সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় দিবসসমূহ, রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, স্থানীয় বিভিন্ন শিল্পগোষ্ঠীর ব্যক্তিগত উদ্যোগে যথাযথভাবে পালিত হয়। এছাড়া নৃতাত্ত্বিক জনগোষ্ঠীও তাদের নিজ নিজ উৎসবে তাদের নিজস্ব সংস্কৃতি জনসম্মুখে উপস্থাপন করে। মুসলিম সম্প্রদায়ের ঈদ-উল-ফিতর ও উদ-উল-আযহা ছাড়াও হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০০টি বা ততোধিক মন্দিরে প্রতি বছর মহাসমরহে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস