নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাধীন খাজুর ইউনিয়নের দেবীপুর গ্রামে মহাদেবপুর-পোরশা সড়কের উত্তর ধারে অবস্থিত দেশের প্রাচীন ঐতিহাসিক মন্দিরগুলোর অন্যতম আদ্যাবাড়ী মন্দির। মন্দিরের নির্মাণশৈলী দেখে মনে হয় পাল রাজত্বকালের কোন এক সময় মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মাটি থেকে মন্দিরের চূড়ার উচ্চতা ৬৫ ফুট। চার বিঘা জমির উপর এই মুল মন্দিরটি কালের স্বাক্ষী হয়ে দাড়িয়েঁ থাকলেও অনুষঙ্গ মন্দিরগুলো ধ্বসে পড়েছে। এই মন্দিরের তিনটি দেবী ছিল- আদ্যামাতা, অন্নপূর্ণা, গৌরীপট। তিনটি মূর্তিই ছিল পাথরের তৈরী। আদ্যামাতা দেবীর ছিল চার হাত। মন্দিরের চূড়ার ৬৫ ফুট উচ্চতায় সুবিশাল একটি ত্রিশূল ছিল যা ১০-১৫ বছর আগে চুরি হয়ে যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস